22k gaming pc build in bd ২২ হাজার টাকায় গেমিং পিসি বিল্ড গাইড
22k gaming pc build in bd ২২ হাজার টাকা দিয়ে যারা গেমিং পিসি বিল্ড করতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই উপকারী হতে চলেছে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন ২২হাজার টাকা দিয়ে কিভাবে একটা গেমিং পিসি বিল্ড করবেন।
আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন, এই ভিডিওর মাধ্যমে আমি দেখেছি কোন প্রসেসর, মাদারবোর্ড এবং যাবতীয় যা কম্পোনেন্টস আছে সেগুলো। সর্বমোট ২২ হাজার টাকার মধ্যে কিভাবে একটা গেমিং পিসি বিল্ড করা যায় সেই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়েছে চাইলে আপনারা ভিডিও দেখতে পারেন অথবা পুরো আর্টিকেলটি পড়তে পারেন। 22k gaming pc build in bd
এই মুহূর্তে যাদের হাতে 22 থেকে 23 হাজার টাকা আছে এবং আপনারা চাচ্ছেন এই 22 থেকে 23 হাজার টাকার মধ্যে একটা গেমিং পিসি বিল্ড করতে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এখন যদিও 22 থেকে 23,000 টাকার মধ্যে গেমিং পিসি বিল্ড করাটা অনেক টাফ। 22k gaming pc build in bd
তারপরেও আপনি যদি একটু ট্রিক্স অথবা একটু বুদ্ধি খাটিয়ে কম্পোনেন্টগুলো ক্রয় করেন কাস্টম বিল্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি 22 থেকে 23 হাজার টাকার মধ্যে একটা মিডিয়াম মানে ধরে নিলাম মোটামুটি মানের মিডিয়াম মানের একটা গেমিং পিসি বিল্ড করতে পারবেন 22k gaming pc build in bd
প্রসেসর কোনটা দিলে ভালো হবে
ওয়েল এই বিল্ডে রাখা হয়েছে প্রসেসর রাইজেন 5 এর 3400জি। আপনারা অনেকেই এই প্রসেসরটা সম্পর্কে জানেন। এই প্রসেসরটাই কিন্তু আরএ ভেগা 11 গ্রাফিক্স রয়েছে। যেই গ্রাফিক্সটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হলেও আপনার 5600 প্রসেসরের থেকেও অনেক বেশি বেটার। তো এ কারণেই এই বিল্ডে আপনার এই প্রসেসরটা নির্বাচন করা হয়েছে।
আর এই প্রসেসরটার বাজার মূল্য আজকের অথবা আগামী কয়েকটা দিন পর্যন্ত থাকবে 6800 টাকা। এরপরে কি হবে না হবে সেটা বলা যাবে না। কিন্তু যদি এর মধ্যে আপনারা পিসি বিল্ড করতে চান তাহলে এখন থেকে কম্পোনেন্ট গুলা কেনা শুরু করতে পারেন। তো এটা ছিল প্রসেসর।
মাদারবোর্ড কোনটা রাখতে হবে
এরপরে আমরা মাদারবোর্ড হিসেবে এখানে রেখেছি গিগাবাইট এর বিফোর 50 এম কে। আর এই মাদারবোর্ডটা আপনার হচ্ছে এই প্রসেসরটার সাথে খুব ভালো ম্যাচ করে। এবং প্রসেসরের যেই পাওয়ারটা আছে পুরোপুরি হ্যান্ডেল করতে পারবে এই মাদারবোর্ডটা।
(22k gaming pc build in bd)
যে কারণে এই মাদারবোর্ডটা এই বিল্ডে রাখা হয়েছে। আর এই মাদারবোর্ডটা আপনারা 7000 থেকে 8000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। দামের তার্তম্য কম বেশি হতে পারে। যেহেতু আপনার কম্পোনেন্টস গুলোর দাম অলওয়েজ উঠানামা করে। তো আপনার একটু মার্কেট প্রাইসটা চেক করে নিবেন। যেহেতু বিল্ডটা অনেক টাইট একটা বিল্ড।
স্টোরেজ কত জিবি নেওয়া যাচ্ছে এই বাজেটে
তো আমরা এখানে স্টোরেজ হিসেবে প্রাইমারি স্টোরেজ হিসেবে রেখেছি অস্কো ব্র্যান্ডের 256 জিবি একটা এনভিএম m.2 এসএসডি। এটা হচ্ছে জেন থ্রি একটা এসএসডি। আর এই এসএসডিটার বর্তমান বাজার মূল্য আপনার হচ্ছে 2500 টাকা। আজকে এবং আগামী কয়েকদিন পর্যন্ত আমার যা মনে হয় যে 2500 টাকায় থাকবে। তো 2500 টাকা দিয়ে আপনারা এই এসএসডিটা কিনতে পারেন।
আর যদি আপনারা মনে করেন যে না 512 জিবি বা 1 টিবি নিব তাও এর সাথে নিতে পারেন। আর যদি আপনার বাজেট হয়ে থাকে 22 থেকে 23,000 টাকা তাহলে অবশ্যই এই এসএসডিটাই কিনবেন। ওয়েল এই পুরো সিস্টেমে আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি এআইটিসির কিংসম্যান ডিডিআর 4 8জিবি 32 মেগাহজ এর একটা র্যাম। 22k gaming pc build in bd
সিস্টেম মেমরি কত জিবি থাকছে
আর একটা র্যাম ব্যবহার করার কারণ আরেকটা র্যাম যদি দিতাম তাহলে দেখা যাচ্ছে আরো আড়াই হাজার টাকা বাড়তি লাগতো আমাদের। তো যে কারণে আমরা চেষ্টা করেছি পুরো 22,000 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য একটা সিঙ্গেল স্টিক র্যাম ব্যবহার করার। আর এই একটা সিঙ্গেল স্টিক র্যাম এখন আপনারা নিয়ে পিসিটা শুরু করতে পারেন।
যদিও আপনারা গেম খেলার সময় হয়তো 15 থেকে 20 পারসেন্ট মানে কম পারফরমেন্সটা পাবেন। কিন্তু তারপরেও আপনাদের পিসিটা চলতে থাকবে। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদের যদি টাকা পয়সা হাতে থাকে তখন আরো একটা র্যাম বাড়িয়ে নিতে পারেন। আর গেম খেলার জন্য অথবা ভিডিও এডিট করার জন্য মোটামুটি 16 জিবি র্যাম হলে ভালোই চলে যায়। 22k gaming pc build in bd
কেসিং কোনটা নিবেন
তবে গেমের দিক থেকে 16 জিবি র্যাম হলে অনেকটাই ভালো চলে। মানে বেস্ট চলবে আর কি। এসব কিছুর পরে আসে আমাদের হচ্ছে কেসিং নির্বাচন করা। আর পাওয়ার সাপ্লাইটা বাদ দিলাম। কেসিং নিয়ে বলছি তার কারণ হচ্ছে আমরা কেসিং হিসেবে এখানে রেখেছি ভ্যালুটাপের ভি 200 এইচ। আর এই কেসিংটার সাথে একটা আপনার পাওয়ার সাপ্লাই আসে। তো যে কারণে কেসিংটা নেওয়া হয়েছে।
আর এই কেসিংটার বর্তমান বাজার মূল্য আপনার হচ্ছে 2500 টাকা থেকে 2700 টাকার মধ্যে পেয়ে যাবেন। বা এর থেকে কম বেশি হতে পারে সেটা আপনারা একটু দেখে নিবেন। তো এই কেসিংটার সাথে আপনারা একটা এর সাথে এটাচড করা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। যে কারণে আপনাদের এক্সট্রাভাবে পাওয়ার সাপ্লাই কেনার টাকার প্রয়োজন হবে না।
এটা আমার জানামতে 22,500 টাকার মধ্যে হয়ে যাবে। এটা আমি পুরোপুরি একটা রিসার্চ করে হিসাব করে আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করলাম। এখন যাদের বাজেট এইটুকুই পর্যন্ত আপনারা চাইলে এই বাজেটটা দিয়ে একটা পিসি বিল্ড করতে পারেন।
তারপরেও আমি বলে দিচ্ছি এই পিসিটা দিয়ে বা এই প্রসেসর দিয়ে আপনারা ভ্যালরেন্ট কাউন্টার স্ট্রাইক টু কাউন্টার স্ট্রাইক গ্লোবাল যেটা আছে তারপরে পাবজি পিসি এরপরে এমুলেটর দিয়ে যে সমস্ত গেমগুলো খেলেন দেখা যাচ্ছে ফ্রিফায়ার তারপরে পাবজি মোবাইল
এছাড়াও আরো অনেক ধরনের গেম বর্তমান সময়ে পিসি গেমস যেগুললা রয়েছে সেগুলোও কিন্তু খেলতে পারবেন। তবে এখানে আমি দেখেছি যে এভারেজ এফপিএস আছে প্রায় আপনার 35 থেকে 40 অবশ্য কিছু গেমে 50 55 60 পর্যন্ত এফপিএস পাওয়া যায়। 22k gaming pc build in bd
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url